সিলেটটুডে ডেস্ক

২১ অক্টোবর, ২০১৭ ১০:০৮

পরিবেশ দূষণের শীর্ষে বাংলাদেশ

বিশ্বে বছরে ৯০ লাখ মানুষ পরিবেশ দূষণের কারণে মারা যায়। প্রতি ছয়জনের মধ্যে একজনের মৃত্যুর কারণ পরিবেশ দূষণ। আর বাংলাদেশ ও সোমালিয়ার পরিস্থিতি সবচেয়ে মারাত্মক। দূষণের তালিকার শীর্ষে আছে বাংলাদেশের নাম।

এমন তথ্য জানাচ্ছে যুক্তরাজ্যভিত্তিক চিকিৎসা বিষয়ক গবেষণা সাময়িকী দ্য ল্যানসেটে প্রকাশিত প্রতিবেদন। ১৮৮টি দেশের উপর দুই বছর ধরে গবেষণার পর প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক চিকিৎসাবিষয়ক গবেষণা সাময়িকী দ্য ল্যানসেটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বায়ু, পানি, মাটি বা কর্মক্ষেত্রে দূষণজনিত রোগে আক্রান্ত হয়ে ২০১৫ সালে সারাবিশ্বে প্রায় ৯০ লাখ মানুষ মারা গেছে। আর বাংলাদেশ ও সোমালিয়ায় মোট মৃত্যুর প্রায় ২৮ ভাগ দূষণজনিত রোগের কারণে হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দূষণের তালিকার উপরের দিকে থাকা ১০ দেশ যথাক্রমে - বাংলাদেশ, সোমালিয়া, চাদ, নাইজার, ভারত, নেপাল, দক্ষিণ সুদান, ইরিত্রিয়া, মাদাগাস্কার, পাকিস্তান।

কম দূষণে থাকা দেশ ১২টি হচ্ছে ব্রুনাই, সুইডেন, ফিনল্যান্ড, বার্বাডোজ, নিউ জিল্যান্ড, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, কানাডা, আইসল্যান্ড, দ্য বাহামাস, নরওয়ে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

দূষণজনিত কারণে বেশি মারা যাওয়া দেশের তালিকায় ভারত পঞ্চম ও চীন ১৬তম স্থানে। ভারতে ২০১৫ সালে বায়ুদূষণের প্রায় ২৫ লাখ, যুক্তরাজ্যে প্রায় ৫০ হাজার এবং যুক্তরাষ্ট্রে ১ লাখ ৫৫ হাজার মানুষ মারা যায়।

গবেষণার তথ্যে জানা যায়, দূষণে মারা যাওয়া অধিকাংশই নিম্ন বা মধ্যম-আয়ের দেশের বাসিন্দা, যেখানে প্রতি চারজনে একজন দূষণজনিত রোগে মারা যাচ্ছে। এছাড়া মোট মৃত্যুর প্রায় দুই-তৃতীয়াংশ বা ৬৫ লাখ মানুষ বায়ু দূষণে মারা যায়। বায়ু দূষণের পর পানি দূষণে প্রতি বছর প্রায় ১৮ লাখ মানুষ মারা যায়। আর কর্মক্ষেত্রে দূষণ ৮ লাখ মানুষের মৃত্যুর জন্য দায়ী।

আপনার মন্তব্য

আলোচিত