সিলেটটুডে আন্তর্জাতিক ডেস্ক

২২ অক্টোবর, ২০১৭ ১১:১৪

নাইজারে বন্দুকধারীদের হামলায় ১৩ সেনা সদস্য নিহত

মালি সীমান্তে বন্দুকধারীদের হামলায় নাইজারের অন্তত ১৩ সেনা সদস্য নিহত হয়েছে। আতে আহত হয়েছে আরো বেশ কিছু পুলিশ। শনিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এ হামলার ঘটনা ঘটে।

এর আগে চলতি মাসের শুরুতে ওই অঞ্চলে এক হামলায় চার মার্কিন ও নাইজার সেনা নিহত হয়। আলকায়দাসহ অন্যান্য বিদ্রোহী গোষ্ঠী ওই অঞ্চলে সক্রিয় রয়েছে। সর্বশেষ হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।

স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ বাজুম বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘এটি নতুন হামলা। ১৩ জন সেনা সদস্য এতে নিহত হয়েছে। আমরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছি।’

ঘটনাস্থল থেকে একটি নিরাপত্তা সূত্র আলজাজিরাকে বলেছে, হামলাকারীরা মনে হচ্ছে মালি থেকে সীমান্ত অতিক্রম করে নাইজারের ঢুকেছে এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়।

একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, হামলাকারীদের কাছে রকেট লঞ্চার ও মেশিন গান ছিল। তারা চারটি গাড়িতে অন্তত ৭ জন ঢুকে পড়ে এবং হামলা চালায়। গত বছর দেশটিতে অন্তত ৪৬টি হামলার ঘটনা ঘটেছে।

আপনার মন্তব্য

আলোচিত