সিলেটটুডে ডেস্ক

০৫ নভেম্বর, ২০১৭ ০৩:৩৯

খুনের শঙ্কায় লেবাননের প্রধানমন্ত্রীর পদত্যাগ

আততায়ীর হাতে খুন হওয়ার শঙ্কায় লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল-হারিরি পদত্যাগ করেছেন।

শনিবার রিয়াদ থেকে এক টেলিভিশন ভাষণে নিজের পদত্যাগের ঘোষণা দেন হারিরি। খবর আল জাজিরার

আল-হারিরি বলেন, 'আমার বাবা লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক আল-হারিরি গুপ্তহত্যার শিকার হওয়ার আগে যে ধরনের রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এখন আমরা সেই পরিস্থিতিতে আছি। আমাকে হত্যা করার জন্য গোপনে যে পরিকল্পনা চলছে তা আমি অনুভব করতে পারছি।'

ভাষণে ইরান ও লেবাননে তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সমালোচনা করে হারিরি বলেন, 'ইরান দিন দিন আরব বিশ্বের বিভিন্ন বিষয়ে নিজেদের প্রভাব হারাচ্ছে। তবে লেবানন নিজের হারানো ঐতিহ্য আবারও ফিরে পাবে, আমাদের দিকে অন্যায়ভাবে কেউ হাত বাড়াতে চাইলে ওই হাত কেটে ফেলা হবে।'

এদিকে পদত্যাগের বিষয়ে তার এই ভাষণের পর দেশটির প্রেসিডেন্ট আউনের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, সৌদি আরব সফরে থাকা সাদ আল-হারিরি টেলিফোনে তার পদত্যাগের কথা প্রেসিডেন্ট আউনকে জানিয়েছেন। প্রেসিডেন্ট তার দেশে ফেরার অপেক্ষায় আছেন। তিনি দেশে ফিরলে তার পদত্যাগের কারণ খতিয়ে দেখা হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেবেন।

গত বছরের শেষ দিকে লেবাননের রাজনৈতিক দলগুলোর সমঝোতার ভিত্তিতে সাদ আল-হারিরি প্রধানমন্ত্রী এবং হিজবুল্লাহ মিত্র মিশেল আউন দেশটির প্রেসিডেন্ট হন।

আপনার মন্তব্য

আলোচিত