সিলেটটুডে আন্তর্জাতিক ডেস্ক

২০ নভেম্বর, ২০১৭ ১০:২০

মরক্কোয় খাবার বিতরণের সময় পদদলিত হয়ে নিহত ১৫

মরক্কোয় ত্রাণের খাবার বিতরণের সময় পদদলিত হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫জন।

রোববার (১৯ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমে আহতদের সংখ্যা ৪০ জন বলে দাবি করা হচ্ছে। বেশির ভাগ আহতরাই বয়স্ক ও নারী।

খবরে বলা হয়েছে, এক ধনী ব্যক্তি উপকূলীয় ওই ছোট শহরটিতে খাবার বিতরণের আয়োজন করেছিল। খাবার বিতরণের সময় হতাহতরা খাবার নেওয়ার জন্য ভিড় করে ঠেলাঠেলি করছিল বলে রয়টার্সকে জানিয়েছে ওই সূত্রটি।

স্থানীয় এক সাংবাদিক জানিয়েছেন, ওই ব্যক্তি এর আগেও একইভাবে খাবার বিতরণ করেছিলেন, কিন্তু এ বছর প্রায় এক হাজার লোক এসে হাজির হয়, লোকজন লোহার একটি বেষ্টনী ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে কয়েকজন নারী ওই বেষ্টনীর নিচে চাপা পড়েন।

এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাদশা মোহাম্মদ নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং আহতদের চিকিৎসার খরচ বহন করবেন বলে জানিয়েছেন।

ঘটনার বিষয়ে একটি ফৌজদারি তদন্ত শুরু করার কথাও বিবৃতিতে জানানো হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ছবিতে মাটিতে অনেক নারীর দেহ পড়ে আছে বলে দেখা গেছে।

আপনার মন্তব্য

আলোচিত