সিলেটটুডে ডেস্ক

২৪ নভেম্বর, ২০১৭ ১৮:৩৩

মিশরে মসজিদে হামলায় নিহতের সংখ্যা দুইশ ছাড়িয়েছে

মিশরের উত্তরাঞ্চলীয় সিনাই প্রদেশে একটি মসজিদে বোমা ও বন্দুক হামলার ঘটনায় নিহতের সংখ্যা দুইশ ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত অন্তত ২৩৫ জন নিহত হয়েছে বলে খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।

এ ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে ধারণা করা হচ্ছে।

নিরাপত্তা বাহিনী ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলা হয়েছে, নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে বের হওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে।

জঙ্গিরা চারটি বাহনে করে এসে নামাজরতদের ওপর গুলি চালায়। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গোলযোগপূর্ণ সিনাইয়ে ২০১৪ সালে ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট জিহাদি দলগুলোর উত্থানের পর থেকে শুক্রবারের জামাতে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা।

হামলা থেকে বেঁচে যাওয়া কয়েকজনের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো লিখেছে, মানুষ যখন ছুটে পালানোর চেষ্টা করছিল, তখন তাদের ওপরও গুলি চালানো হয়।

এদিকে মিশরের এক্সট্রা নিউজ টেলিভিশন জানিয়েছে, পরবর্তী করণীয় নির্ধারণে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ আল-সিসি।

সিনাইয়ে মিশরীয় সেনাবাহিনীর ওপর জঙ্গি হামলার কয়েক সপ্তাহ পর এই হামলার ঘটনা ঘটলো। তবে কে এই হামলা চালিয়েছে সেটি এখনো জানা যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত