সিলেটটুডে ডেস্ক

২৯ ডিসেম্বর, ২০১৭ ২২:০৭

কায়রোর চার্চে বন্দুকধারীদের হামলা, নিহত ৯

কায়রোর একটি চার্চে দুই বন্দুকধারীর হামলায় কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর হেলওয়ানে মার মিনা চার্চে এই হামলার ঘটনা ঘটে।

মিশরের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা মেনা জানিয়েছে, দুইজন বন্দুকধারী ওই হামলা চালায়। এদের মধ্যে একজনকে গুলি করে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। আর অপরজনকে আটক করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, মার মিনা চার্চে ওই হামলার ঘটনায় কমপক্ষে দুইজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। কায়রোর নিরাপত্তা বাহিনীর প্রধান ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন।

হামলার পরপরই সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় সাইরেনের শব্দ শোনা যায়। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

কঠোর নিরাপত্তার মধ্যেই দেশটির কপটিক খ্রিস্টানদের ক্রিসমাসের এক সপ্তাহ আগে এ হামলার ঘটনা ঘটলো। উল্লেখ্য, ইথিওপিয়া, রাশিয়া, সাইবেরিয়া ও মিশরের কপটিক খ্রিস্টানরা ৭ জানুয়ারি ক্রিসমাস পালন করে থাকে।

আপনার মন্তব্য

আলোচিত