সিলেটটুডে আন্তর্জাতিক ডেস্ক

০১ জানুয়ারি, ২০১৮ ১৩:১৬

পারমাণবিক বোমার বোতাম আমার ডেস্কেই থাকে: কিম

যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ার দিয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, ‘আমি সব সময় পরমাণু অস্ত্রের বোতামটা আমার টেবিলে রাখি। সুতরাং যুক্তরাষ্ট্র কখনো যুদ্ধ শুরুর সাহস দেখাবে না। ’ইংরেজি নববর্ষ উপলক্ষে সোমবার (১ জানুয়ারি) টেলিভিশন ভাষণে তিনি এ হুঁশিয়ারি দেন।

এ সময় কিম বলেন, ‘গোটা আমেরিকা এখন উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র হামলার আয়ত্ত্বে। এটাই বাস্তবতা, কোনো ফালতু হুমকি নয়।’

অবশ্য এ সময় দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনার জন্য তার দ্বার সব সময় খোলা রয়েছে বলেও জানান কিম। বলেন, ‘সিউলে (দক্ষিণ কোরিয়ার রাজধানী) শীতকালীন অলিম্পিকে অংশ নিতে উত্তর কোরিয়ার একটি দল যাবে।’

উত্তর কোরিয়ার এই নেতার এমন হুমকির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘দেখব, কি হয়। আমরা দেখতে চাই।’

ট্রাম্প ফ্লোরিডায় নিজের রিসোর্ট মার-এ-লাগোতে নববর্ষ উদযাপনের সময় সাংবাদিকদের একথা বলেন।

আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে গতবছর একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। গত সেপ্টেম্বরে ষষ্ঠ ও সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন বোমার পরীক্ষাও চালিয়েছে।

এরপর উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্র ছাড়াও জাতিসংঘ নতুন নিষেধাজ্ঞা আর অর্থনৈতিক অবরোধ আরোপ করে।

কিম এসব উপেক্ষা করে ভাষণে বলেন, ‘উত্তর কোরিয়ার পারমাণবিক বোমা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির পরিমাণ ও গতি আরো বাড়ানো উচিত।’

অবশ্য দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তরের যে যুদ্ধ পরিস্থিতি চলছে, আগামী বছরগুলোতে তার প্রশমন সম্ভব বলেই বিশ্বাস কিমের।

তিনি বলেন, ‘২০১৮ সাল দুই কোরিয়ার জন্যই গুরুত্বপূর্ণ বছর। উত্তর কোরিয়া এ বছরই প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উদযাপন করতে যাচ্ছে। আর দক্ষিণ কোরিয়া এ বছর আয়োজন করেছে শীতকালীন অলিম্পিক, যেখানে আমাদের একটি প্রতিনিধি দল অংশ নেবে।’

তিনি আরো বলেন, ‘অলিম্পিকে উত্তর কোরিয়ার ক্রীড়াবিদদের অংশগ্রহণ হতে পারে দু’দেশের মানুষের ঐক্যের প্রকাশ ঘটানোর একটি বড় সুযোগ। আমরা এই ক্রীড়া আসরের সাফল্য কামনা করি।’

দুই কোরিয়ার কর্মকর্তারা শিগগিরই আলোচনায় বসতে পারেন বলে আশাবাদ ব্যক্ত করেন কিম জং উন।

আপনার মন্তব্য

আলোচিত