সিলেটটুডে আন্তর্জাতিক ডেস্ক

০৭ জানুয়ারি, ২০১৮ ১৭:২২

ভারতের মণিপুরে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

৫ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারত-মিয়ানমার সীমান্তের কাছে ভারতের মণিপুর রাজ্য। এর কেন্দ্রস্থল রাজধানী ইম্ফলের ১০০ কিলোমিটার দূরে। তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ভূকম্পন পরিমাপণ ও পর্যবেক্ষণ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে সার্বিস (ইউএসজিএসএস)  জানিয়েছে, ৫.৫ মাত্রার ভূমিকম্পটির আঘাত সবচেয়ে বেশি টের পাওয়া গেছে ভারতের উত্তর-পূর্বের রাজ্য মণিপুরের রাজধানী ইম্ফলের পূর্ব দিকের পার্বত্য এলাকায়।

রোববার (৭ জানুয়ারি) দুপুর ১২টা ৪৭ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ইম্ফলের ১০০ কিলোমিটার পূর্ব দিকের পর্বতসঙ্কুল একটি এলাকার মাটির প্রায় ৩০ কিলোমিটার গভীরে।

ইম্ফল বিমানবন্দর থেকে ‘R gup@rakesh16’ আইডিধারী একজন বিমানযাত্রী টুইট করে বলেন, এ মুহূর্তে আমি ইম্ফল বিমানবন্দরে আছি। পুরো বিমানবন্দরটি ভূমিকম্পে কেঁপে উঠেছে।  টুইটারে তিনি উল্লেখ করেছেন লিখেছেন স্থানীয় সময় ১২টা ৫৩ মিনিট।

আপনার মন্তব্য

আলোচিত