সিলেটটুডে ডেস্ক

২৬ জানুয়ারি, ২০১৮ ১০:৩৫

দক্ষিণ কোরিয়ায় হাসপাতালে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৪১

দক্ষিণ কোরিয়ার একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৪১ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এর মধ্যে অনেকের অবস্থা গুরুতর। খবর বিবিসি।

দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের মিরাং এলাকার ওই হাসপাতালটি রাজধানী সিউল থেকে ২৭০ কিলোমিটার দূরে অবস্থিত।

সেজং নামের ‍ওই হাসপাতালটিতে বেশির ভাগই বৃদ্ধদের সেবা দেয়া হয়। আগুন লাগার সময় হাসপাতালে ২০০ রোগী ছিলেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রধান চোই ম্যান-য়ু বলেন, আগুন লাগার কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে জানতে পেরেছি, হাসপাতালের জরুরি বিভাগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হওয়া ৪০ জনের জনের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। যাদের উদ্ধার করা হয়েছে তাদের অন্য হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তেরও নির্দেশ দিয়েছেন।

গত বছর জেচেন শহরের একটি সরকারি শরীর চর্চাকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৯ জন নিহত হয়েছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত