সিলেটটুডে আন্তর্জাতিক ডেস্ক

০৪ ফেব্রুয়ারি , ২০১৮ ১৮:১০

মালদ্বীপের পার্লামেন্ট ঘিরে রেখেছে সেনাবাহিনী

মালদ্বীপের পার্লামেন্ট। ছবি: সংগৃহীত

স্পিকার আবদুল্লাহ মাসিহ মোহাম্মদকে সুরক্ষা দিতে মালদ্বীপের সেনাবাহিনী দেশটির পার্লামেন্ট ঘিরে রাখে।

এর আগে মালদ্বীপের পার্লামেন্ট থেকে বিরোধী দলীয় এমপিদের বের করে দিয়েছে দেশটির সেনাবাহিনী। পার্লামেন্টে স্পিকার আবদুল্লাহ মাসিহ মোহাম্মদ-এর স্পিকারের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রাক্কালেই সেনাবাহিনী পার্লামেন্ট ভবন ঘিরে রাখে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক খবরে বলে হয়, বিরোধীদলীয় এমপিরা যাতে পার্লামেন্টে প্রবেশ করে ভোটাভুটিতে অংশ নিতে না পারেন সে জন্যই মালদ্বীপের সেনাবাহিনী দেশটির পার্লামেন্ট ঘিরে রাখে।

স্পিকার আবদুল্লাহ মাসিহ মোহাম্মদ দেশকে পেছনের দিকে নিয়ে যাচ্ছেন-এমন অভিযোগ তুলে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন বিরোধী দল মালদিভিয়ান ডেমোক্রেটিক-এর এমপিরা। তবে এমন অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করেছেন স্পিকার।

টুইটারে পোস্ট করা এক ভিডিওতে বিরোধীদলীয় নেতা ইমতিয়াজ ফাহমি বলেছেন, সাদা পোশাকে পার্লামেন্ট ভবন অবরুদ্ধ করে রাখা হয়েছে। এমপিদের পার্লামেন্টে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আরেক বিরোধীদলীয় এমপি ইভা আবদুল্লাহ বলেছেন, এমপিরা অনাস্থা জানালে তা নিয়ে ভোটাভুটি না করে দ্রুত অধিবেশন বন্ধ করে দেন স্পিকার। সেনাসদস্যরা বিরোধী এমপিদের সেখানে ঢুকতে না দিলেও স্পিকার আবদুল্লাহ মসিহ মোহাম্মদকে তারা চারদিক থেকে ঘিরে রেখেছে।

আপনার মন্তব্য

আলোচিত