সিলেটটুডে আন্তর্জাতিক ডেস্ক

০৭ ফেব্রুয়ারি , ২০১৮ ১৩:০১

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৪

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৪জনের মৃত্যু এবং দুই শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১১টা ৫০ মিনিটের দিকে দেশটির পূর্ব উপকূল থেকে ২০ কিলোমিটার দূরে ৬ দশমিক ৪ মাত্রার এ ভূমিকম্প হয়।

তাইওয়ানের জনপ্রিয় পর্যটন শহর হুয়ালিয়েনের কাছে বেশ কিছু আবাসিক, বাণিজ্যিক ও হোটেল ভবন আংশিকভাবে ধসে পড়েছে। এসব ভবনে আটকা পড়া দেড় শতাধিক মানুষকে জরুরি সেবায় নিয়োজিত কর্মীরা উদ্ধার করেছে। ছবি ও ভিডিও ফুটেজে ধসে পড়া ও হেলে পড়া ভবন, বিধ্বস্ত রাস্তাসহ ক্ষতিগ্রস্ত শহরের চেহারা দেখা গেছে।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ভবনের মধ্যে একটি হাসপাতাল রয়েছে। এ ছাড়া ১০ তলাবিশিষ্ট ২৭০ কক্ষের মার্শাল হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে। হোটেল ভবনের নিচতলা দেবে গেছে। সেখানে উদ্ধার অভিযান চলছে এবং এখনো দুজন ভেতরে আটকা পড়ে আছে।

এই ভূমিকম্পে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত