সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৭ ফেব্রুয়ারি , ২০১৮ ১৯:০০

পাকিস্তানে শিশু জায়নাব ধর্ষণ ও হত্যা: যুবককে চারবার মৃত্যুদণ্ড

পাকিস্তানে ছয় বছরের শিশু জায়নাব আসনারিকে ধর্ষণ ও হত্যার দায়ে ইমরান আলি নামের ২৪ বছরের এক যুবককে চার দফা মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দেশটির একটি আদালত আলোচিত এ অপরাধের শাস্তি ঘোষণা করে। খবর বিবিসির।

আদালতে ইমরান আলির বিরুদ্ধে অনেকে সাক্ষী দিয়েছে। ডিএনএ এবং পলিগ্রাফ পরীক্ষার ফলাফলও আদালতে হাজির করা হয়।

বিভিন্ন খবরে জানা গেছে, পুলিশের কাছে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করার পর ইমরান আলি আইনজীবী মামলা লড়তে অস্বীকার করেন। আপিল করার জন্য ইমরানকে ১৫ দিন সময় দেওয়া হয়েছে।

গত ৯ জানুয়ারি লাহোরের কাছে কাসুর শহরে একটি আবর্জনার ভাগাড়ে ছয় বছরের শিশু জায়নাব আসনারির মৃতদেহ পাওয়ার পর পাকিস্তান জুড়ে ব্যাপক জনরোষ তৈরি হয়েছিল। পুলিশের 'অক্ষমতা'র বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ দাঙ্গায় রূপ নিলে সেসময় দুজন নিহত হয়।

জায়নাবের পরিবার অভিযোগ করেছে, তাদের মেয়ে উধাও হওয়ার পর থেকে তার মৃতদেহ পাওয়া পর্যন্ত পাঁচদিনে পুলিশ কিছুই করনে।

এমনকি অন্তর্ধানের দিন জায়নাবের সর্বশেষ গতিবিধির সিসিটিভি ফুটেজও জোগাড় করে তার স্বজনরা। ওই ফুটেজে দেখা যায় এক যুবক জয়নবকে নিয়ে হেঁটে যাচ্ছে। পুলিশ ইমরান আলিকে গ্রেপ্তার করে ২৩ জানুয়ারি।

আপনার মন্তব্য

আলোচিত