সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৮ জুন, ২০১৫ ১৩:২৪

আমেরিকায় চার্চে বন্দুকধারী যুবকের এলোপাথাড়ি গুলি, নিহত ৯

আমেরিকার দক্ষিণ ক্যারোলিনায় একটি ঐতিহাসিক চার্চে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীর হামলায় ৯ জন নিহত হয়েছেন । চার্লসস্টনের ওই চার্চে বুধবার হামলা চালায় এক বন্দুকবাজ।

হামলাকারী যুবকের বয়স ২১ বছর বলে জানা গেছে। কী কারণে হামলা, এখনও জানা যায়নি। পলাতক অভিযুক্ত। তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

জানা যায়, হামলার সময় আটজন চার্চের ভেতরেই মারা যান। অন্যদিকে একজনের মৃত্যু হয় হাসপাতালে। চার্লস্টনের মেয়র জ্যো রিলে বলেছেন, এখনও তথ্য সংগ্রহের কাজ চলছে। এখনই বিস্তারিত কিছু জানানো সম্ভব নয়। এর বিবৃতিতে তিনি জানিয়েছেন, এটা একটা হৃদয়বিদারক ঘটনা, যা ভাষায় প্রকাশ করা যায় না। চার্চে প্রার্থনা করতে এসে বন্দুকবাজ নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে।

স্থানীয় সময় রাত নটায় যখন ওই হামলা হয় তখন চার্চে একটি বৈঠক চলছিল। দক্ষিণ ক্যারোলিনার গভর্নর নিক্কি হেইলি মৃতদের পরিবারবর্গের কাছে শোক ও মর্মবেদনা জানিয়েছেন।

পুলিশ বন্দুকবাজ যুবককে ধরতে তল্লাশি শুরু করেছে। এলাকায় হেলিকপ্টারের সাহায্যে তল্লাশি চালানো হচ্ছে।

আমেরিকায় চার্চে বন্দুকধারী যুবকের এলোপাথাড়ি গুলি, নিহত ৯

আমেরিকার দক্ষিণ ক্যারোলিনায় একটি ঐতিহাসিক চার্চে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীর হামলায় ৯ জন নিহত হয়েছেন ।
চার্লসস্টনের ওই চার্চে বুধবার হামলা চালায় এক বন্দুকবাজ।

হামলাকারী যুবকের বয়স ২১ বছর বলে জানা গেছে। কী কারণে হামলা, এখনও জানা যায়নি। পলাতক অভিযুক্ত। তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

জানা যায়, হামলার সময় আটজন চার্চের ভেতরেই মারা যান। অন্যদিকে একজনের মৃত্যু হয় হাসপাতালে। চার্লস্টনের মেয়র জ্যো রিলে বলেছেন, এখনও তথ্য সংগ্রহের কাজ চলছে। এখনই বিস্তারিত কিছু জানানো সম্ভব নয়। এর বিবৃতিতে তিনি জানিয়েছেন, এটা একটা হৃদয়বিদারক ঘটনা, যা ভাষায় প্রকাশ করা যায় না। চার্চে প্রার্থনা করতে এসে বন্দুকবাজ নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে।

স্থানীয় সময় রাত নটায় যখন ওই হামলা হয় তখন চার্চে একটি বৈঠক চলছিল। দক্ষিণ ক্যারোলিনার গভর্নর নিক্কি হেইলি মৃতদের পরিবারবর্গের কাছে শোক ও মর্মবেদনা জানিয়েছেন।

পুলিশ বন্দুকবাজ যুবককে ধরতে তল্লাশি শুরু করেছে। এলাকায় হেলিকপ্টারের সাহায্যে তল্লাশি চালানো হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত