আন্তর্জাতিক ডেস্ক

২২ জুন, ২০১৫ ১১:৫৭

ভারতের পর পাকিস্তানেও দাবদাহ ১২০ জনের মৃত্যু

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে দাবদাহে প্রায় দুইদিনে অন্ততপক্ষে ১২০ জন মারা গেছেন।

রোববার রাতে দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে দেশটির বৃহত্তম শহর করাচিতে।

সাম্প্রতিক দিনগুলোতে করাচির তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ছিল।

তীব্র গরমের কারণে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাওয়ায় শহরটি বিদ্যুৎ স্বল্পতার মুখোমুখি হচ্ছে। লোডশেডিং নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।  

গরমে বৃদ্ধরাই বেশি আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন শহরটির জিন্না হাসপাতালের জরুরী বিভাগের প্রধান ডাঃ সিমি জামালি।

তিনি বলেন, “হিট স্ট্রোকে আক্রান্তরা প্রচণ্ড জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন, এদের কেউ কেউ বিকারে ভুগছেন, কারো ডায়রিয়া হয়েছে বা মূর্ছা যাচ্ছেন।”

প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রণালয়ের সচিব সায়িদ ম্যানজেনজো বলেছেন, “শনিবার থেকে এ পর্যন্ত করাচিতে ১১৪ জন ও অন্য তিনটি জেলায় আরো আটজন মারা গেছেন।”

তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়া সোমবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে পাকিস্তান আবহাওয়া দপ্তর জানিয়েছে। পূর্বাভাসে মঙ্গলবার থেকে তাপমাত্রা কমে আসার কথা বলা হয়েছে।

১৯৭৯ সালে করাচির শহরের তাপমাত্রা রেকর্ড ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল।

গত মাসে পাকিস্তানের প্রতিবেশী ভারতে দাবদাহে প্রায় এক হাজার ৭০০ মানুষের মৃত্যু হয়েছিল।

আপনার মন্তব্য

আলোচিত