আন্তর্জাতিক ডেস্ক

২১ মে, ২০১৮ ১৪:১০

ভারতে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু

ভারতে আবার হঠাৎ করে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব লক্ষ্য করা গেছে। দেশটির দক্ষিণের রাজ্য কেরালায় গত ১৫ দিনে নয়জন মারা গেছেন বলে বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে ভারতীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এদের মধ্যে তিনজনের রক্ত পরীক্ষা করে নিপা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে। বাকি ছয়জনের রক্তেও এ ভাইরাস পাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এ ছাড়া, কেরালার কোঝিকোদ এলাকায় আরো ২৫ ব্যক্তি নিপা ভাইরাসের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

নিপা এমন এক ধরনের ভাইরাস যা প্রাণী থেকে মানবদেহে স্থানান্তরিত হতে পারে। সাধারণত বাদুর থেকে এ রোগ বেশি ছড়ায়।

এ রোগে আক্রান্ত রোগীদের ৭০ শতাংশ মারা যায়। চিকিৎসকেরা এখনো এ ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করতে পারেননি।এদিকে, এই ভাইরাস মোকাবেলায় ভারতের স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা ন্যাশনাল সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি)’র নেতৃত্বে একটি কেন্দ্রীয় দল গঠনের নির্দেশ দিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত