আন্তর্জাতিক ডেস্ক

১১ জুলাই, ২০১৫ ১৬:২৫

সিরিয়ায় বিমান হামলা নিহত ২৮

সিরিয়ার উত্তরে চরমপন্থি সংগঠন ইসলামিক স্টেটের দখলকৃত অঞ্চলে সরকারি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে। শনিবার চালানো এ হামলায় নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। লন্ডনভিত্তিক মানবাধিকার ও যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, শনিবার আলেপ্পোর ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে আল-বাব শহরে হেলিকপ্টার হামলা চালায় সরকারি বাহিনী। এতে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১৯ জনই বেসামরিক নাগরিক।

সম্প্রতি সরকারি বাহিনীর কাছ থেকে আলেপ্পো দখল করে নেয় আইএস। শহরটির পুর্নদখল নিতে সেখানে হামলা চালিয়ে যাচ্ছে আসাদ বাহিনী। এছাড়া সিরিয়ায় আইএসের ওপর ক্রমশ হামলা জোরদার করেছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট। তবে এ হামলায় আসাদ সরকারের বাহিনীকে সহযোগী হিসেবে নেয়ার পরিকল্পনা উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র।

আপনার মন্তব্য

আলোচিত