ইন্টারন্যাশনাল ডেস্ক

২৫ নভেম্বর, ২০১৮ ২১:২১

ব্রেক্সিট চুক্তিতে ইইউ নেতাদের অনুমোদন

ইউরোপীয় ইউনিয়ন-ইইউ থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার বিষয়ে প্রস্তাবিত চুক্তি অনুমোদন করেছেন সংগঠনটির নেতারা। চুক্তি অনুমোদনের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরেসা মে’কে সমর্থন দিতে ব্রিটিশদের প্রতি আহ্বান জানান তারা।

রোববার ২৭টি দেশের নেতারা ব্রাসেলস সম্মেলনে ১ ঘণ্টারও কম সময়ের আলোচনায় এ চুক্তিতে সম্মত হন বলে বিবিসি জানিয়েছে।

এদিন নেতারা আনুষ্ঠানিকভাবে ৬শ পাতার পাকা চুক্তি করেন। এতে ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার বিভিন্ন নির্দেশনা আছে। এছাড়াও দুইপক্ষের ভবিষ্যৎ বাণিজ্য সম্পর্ক নিয়ে ২৬ পাতার একটি ঘোষণাপত্রও আছে এতে।

এর আগে শনিবার জিব্রালটার নিয়ে স্পেনের শেষ মুহূর্তের উদ্বেগ দূর হওয়ার পর চুক্তি অনুমোদন পাওয়ার পথে সব বাধা দূর হয়ে যায়। পরে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড তুস্ক টুইটারে নেতারা চুক্তিটি অনুমোদন করেছেন বলে ঘোষণা দেন।

এখন চুক্তিটি যুক্তরাজ্যের পার্লামেন্টে পাস হওয়ার অপেক্ষা। ইতোমধ্যে যুক্তরাজ্য ২০১৯ সালের ২৯ মার্চ ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার তারিখ নির্ধারণ করেছে।

২০১৬ সালে একটি গণভোটের মাধ্যমে ইইউ থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় যুক্তরাজ্য।

আপনার মন্তব্য

আলোচিত