আন্তর্জাতিক ডেস্ক

০৫ ডিসেম্বর, ২০১৮ ১২:২১

ইন্দোনেশিয়ায় বন্দুকধারীদের হামলায় ২৪ শ্রমিক নিহত

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ পাপুয়ায় বন্দুকধারীদের হামলায় ২৪ জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ কর্তৃপক্ষ।

সোমবার (৩ ডিসেম্বর) পাপুয়ার পাহাড়ি অঞ্চল দুগায় সড়ক ও সেতু নির্মাণকাজে নিয়োজিত এসব শ্রমিকদের হত্যা করা হয়। পরে পুলিশ ও নিরাপত্তা বাহিনী বিষয়টি তদন্ত করতে গেলে বন্দুকধারীদের হামলায় নিহত হন এক সেনাসদস্য।

এ হামলার জন্য অঞ্চলটির বিচ্ছিন্নতাবাদী এক সশস্ত্র সংগঠনকে দায়ী করেছে ইন্দোনেশিয়ার পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মুহাম্মদ আইদি স্থানীয় গণমাধ্যমকে জানান, গত ১লা ডিসেম্বর স্বাধীনতা দিবস পালন করছিল ওই সশস্ত্র সন্ত্রাসী সংগঠনটি। এসময় তাদের পার্শ্ববর্তী একটি বেসরকারি প্রতিষ্ঠানের নির্মাণকাজে করছিল ওই শ্রমিকদল। ওই সময় শ্রমিকদের মধ্য থেকে কেউ একজন তাদের ছবি তোলেন। এতে ক্ষিপ্ত হয়ে সেখানকার ২৪ জন শ্রমিককে হত্যা করে সংগঠনটি।

প্রসঙ্গত, ১৯৬১ সালে নেদারল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে পাপুয়া। তবে ১৯৬৯ সালে ইন্দোনেশিয়ার সঙ্গে একীভূত হয় অঞ্চলটি। তবে পুনরায় স্বাধীনতার দাবিতে কিছু স্থানীয় সশস্ত্র সংগঠন কয়েক দশক ধরে ইন্দোনেশিয়া সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছে।

আপনার মন্তব্য

আলোচিত