
০৪ জুন, ২০২০ ২২:০৫
করোনার প্রকোপে ৮৩ দিন বন্ধ থাকার পর খুলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আগামী ৮ জুন থেকে সীমিত পরিসরে প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয় খুললেও কোনও ক্লাস-পরীক্ষা হবে না। সীমিত পরিসরে কয়েকটি প্রশাসনিক দপ্তরের কার্যক্রম চলবে।
রেজিস্ট্রার জানান, সামনে বাজেট উপলক্ষে কিছু কাজ বাকি আছে। এ জন্য অর্থ দপ্তর খুলবে। এছাড়া নতুন ক্যাম্পাসের কাজ আছে, ছাত্রী হল ও নতুন ভবনের ঊর্ধ্বমুখী নির্মাণের অসম্পূর্ণ কাজ শুরু হবে।
আপনার মন্তব্য