
০৭ জুন, ২০২০ ২২:৩৪
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় আমির শাহ আহমদ শফী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার রাত ৮টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
৯৫ বছর বয়সী আহমদ শফিকে আইসিইউতে রাখা হয়েছে বলে তার ছেলে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আনাস মাদানী জানিয়েছেন।
বিজ্ঞাপন
তিনি জানান, “পেটের পীড়াসহ বার্ধক্যজনিত রোগে তিনি ভুগছেন। শারীরিক অসুস্থতার কারণেই হাসপাতালে ভর্তি করানো হয়।”
তবে ভর্তির পর তার বাবার শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’ বলে জানান আনাস মাদানী।
আপনার মন্তব্য