সিলেটটুডে ডেস্ক

২৪ অক্টোবর, ২০২০ ১২:০১

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সৃষ্ট স্থল নিম্নচাপটি মানিকগঞ্জ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করায় সব সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এটি আরও উত্তর/উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে ও গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে।

শনিবার (২৪ অক্টোবর) আবহাওয়ার এক সতর্কবার্তায় বলা হয়েছে, ফরিদপুর ও মাদারীপুর অঞ্চল ও তার কাছাকাছি এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি আরও উত্তর দিকে এগিয়ে গত মধ্যরাতে স্থল নিম্নচাপ আকারে মানিকগঞ্জ ও তার কাছাকাছি এলাকায় (২৩.৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৯.৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছিল।

এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে এগিয়ে তা দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে এবং এতে গভীর মেঘের সৃষ্টি হচ্ছে।

স্থল নিম্নচাপের কারণে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদেরকে গভীর সমুদ্রে বিচরণ না করতে বলা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত