নিজস্ব প্রতিবেদক

২৯ অক্টোবর, ২০২০ ২১:৪৫

মানবপাচারের শিকার ভুক্তভোগীকে নিয়ে র‍্যাবের অভিযান, আটক ১

রাজধানীর ৪৪ নয়া পল্টনে আফিফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিতে অভিযান পরিচালনা করছে র‍্যাব। অভিযানে মানবপাচারের দায়ে উক্ত প্রতিষ্ঠানের ১জন আটক করা হয়েছে। এই ঘটনায় ১ জন পলাতক রয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে র‍্যাব, গোয়েন্দা সংস্থা ও বিএমইটি এর সহযোগিতায় অভিযান পরিচালিত হয়। এই অভিযানের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

অভিযানে মানবপাচারের শিকার ভুক্তভোগীকে সঙ্গে ছিলেন বলে জানায় র‌্যাব।

র‌্যাবের ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, ‘মানবপাচারের দায়ে আফিফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং নামের এজেন্সিতে অভিযান চলছে। আমরা তাদের অফিসে প্রবেশ করেই প্রতিষ্ঠানের একজনকে পেয়ে যাই। যিনি সরাসরি মানবপাচারের সঙ্গে জড়িত বলে ভুক্তভোগী নিশ্চিত করেছেন। অন্য আরেকজন পালিয়ে গেছে।’

পলাশ বসু বলেন, ‘এই রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে। অভিযান চলছে। জেল-জরিমানার পাশাপাশি প্রয়োজনে এটা সিলগালা করে দেওয়া হবে। ’

আপনার মন্তব্য

আলোচিত