যশোর প্রতিনিধি

৩০ অক্টোবর, ২০২০ ২৩:২০

বেনাপোলে ৯টি পিস্তল ও গুলিসহ ইউপি সদস্য গ্রেপ্তার

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৯টি নাইন এমএম পিস্তল, ৪৯ রাউন্ড গুলি ও ১৯টি ম্যাগজিনসহ হাবিবুর রহমান নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক হাবিবুর পুটখালী গ্রামের কোরবান বিশ্বাসের ছেলে ও পুটখালী ইউনিয়ন পরিষদের সদস্য।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এম সরোয়ার হুসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাকারবারি সিন্ডিকেটের সদস্য ও পুটখালী ইউপি সদস্য হাবিব রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক গোপন ঘর থেকে ৯টি নাইন এমএম পিস্তল, ৪৯ রাউন্ড গুলি ও ১৯ টি ম্যাগজিন উদ্ধার হয়। এরপর তাকে গ্রেপ্তার দেখানো হয়।

র‌্যাবের এ কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সাথে জড়িত। তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত