সিলেটটুডে ডেস্ক

১১ নভেম্বর, ২০২০ ১৩:২৭

পাপুল-সেলিনা দম্পতির বিরুদ্ধে অর্থপাচার মামলা

অর্থ পাচারের অভিযোগে লক্ষীপুর-২ আসনের এমপি শহিদ ইসলাম পাপুল ও তার স্ত্রী সেলিনা ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

বুধবার (১১ নভেম্বর) কমিশনের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন এই মামলা করেন বলে সংস্থাটির পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

মানবপাচারের অভিযোগ উঠার আগেই ২০১৮ সালে সামনে আসে পাপুলের অর্থ পাচারের বিষয়টি। তখন অনুসন্ধানে পাপুলের শ্যালিকা জেসমিন প্রধানের ব্যাংক হিসাব থেকে ১৪৮ কোটি টাকা অবৈধ লেনদেন ও পাচারে প্রাথমিক তথ্য পায় দুদক।

এরপর, গত বছরের জুলাইয়ে জেসমিনসহ পাপুলের স্ত্রী সেলিনাকেও এ নিয়ে জিজ্ঞাসাবাদ করে সংস্থাটি। এরপরেই সংসদ নির্বাচনে এমপি হন পাপুল ও তার স্ত্রী সেলিনা।

সবশেষ, মানবপাচার ইস্যুতে শক্ত অবস্থানে যায় কুয়েত সরকার। গ্রেপ্তার চার জনের জবানবন্দিতে উঠে আসে পাপুলের নাম। মানবপাচার মামলায় বর্তমানে কুয়েতের কারাগারে আছেন পাপুল।

আপনার মন্তব্য

আলোচিত