সিলেটটুডে ডেস্ক

১৬ নভেম্বর, ২০২০ ০১:২৪

বাসে অগ্নিসন্ত্রাস কেন, কী স্বার্থে : প্রধানমন্ত্রী

রাজধানীতে আকস্মিকভাবে বাসে আগুন দেওয়ার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আপনি দেখেছেন মাননীয় স্পিকার, কোনো কথা নাই, বার্তা নাই, হঠাৎ কয়েকটি বাসে আগুন দিয়ে অগ্নিসন্ত্রাস। কেন? কী স্বার্থে?কীসের জন্য?’

বক্তব্যে বিএনপিকে ইঙ্গিত করে সরকার প্রধান বলেন, ‘নির্বাচন হয়। নির্বাচনে অংশগ্রহণ করার নামে অংশগ্রহণ করে। টাকা পয়সা যা পায়, পকেটে নিয়ে থুয়ে দেয়। ইলেকশনের দিন ইলেকশনও করে না, এজেন্টও দেয় না, কিছুই করে না। মাঝ পথে ইলেকশন বয়কটের নাম দিয়ে, এরপর বাসে আগুন দিয়ে একটা পরিস্থিতির সৃষ্টি করতে চায়। এটার উদ্দেশ্যটা কী?’

মুজিববর্ষে সংসদের বিশেষ অধিবেশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে সাধারণ প্রস্তাবের আলোচনায় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপরোক্ত কথাগুলো বলেন।

ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণের মধ্যে গত বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থানে মোট ১১টি বাসে আগুন দেওয়া হয়।

বাস পোড়ানোর জন্য বিএনপিকে দায়ী করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। অন্যদিকে বিএনপি দাবি করছে,তাদের ফাঁদে ফেলতে ক্ষমতাসীনরাই বাস পুড়িয়েছে।

করোনাভাইরাস মহামারী মোকাবেলার পাশাপাশি অর্থনীতির গতি ধরে রাখতে সরকারের কাজ করে যাওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের বাজেটের প্রায় ৪ শতাংশের উপর আমরা প্রণোদনা, টাকা পয়সা যত যেখানে যা দরকার, আমরা দিয়ে মানুষের জীবনযাত্রা যেন সচল থাকে, সেই ব্যবস্থা নিচ্ছি। আমরা চিকিৎসার ব্যবস্থাও নিচ্ছি। আজকে ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে। আমরা এডভান্স টাকা-পয়সা দিয়ে ইতোমধ্যেই ভ্যাকসিন কেনার ব্যবস্থা করে রেখেছি, যাতে যখনই চালু হবে, তখনই যেন আমরা এটা নিতে পারি।’

‘যখনই সেটা প্রয়োজন আমরা কিন্তু করে যাচ্ছি। তাহলে অভিযোগটা কোথায়? সেটাই তো সব থেকে বড় প্রশ্ন।’

অপরদিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘প্রদর্শনীতে বঙ্গবন্ধু’ নামে একটি প্যাভিলিয়ন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার বিকালে এ প্যাভিলিয়ন উদ্বোধন হয় জানিয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেছেন, মুজিববর্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী এই প্যাভিলিয়নের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী এ সময় বড় পর্দায় জাতির পিতার ৭ মার্চের পুরো ভাষণ দেখেন। প্যাভিলিয়নও ঘুরে দেখেন তিনি।

এ সময় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং প্রধান হুইপ নূর ই আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

 

আপনার মন্তব্য

আলোচিত