সিলেটটুডে ডেস্ক

০৯ জানুয়ারি, ২০২১ ২১:৩৯

মেয়র পদে স্বামী-স্ত্রীর লড়াই

সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বামীর প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েছেন স্ত্রী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন তারা।

মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক পৌর মেয়র ও উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি আক্তারুল ইসলাম ও তার সহধর্মিণী নাসরিন সুলতানা মনোনয়নপত্র সংগ্রহ করে উপজেলা নির্বাচন অফিসে জমা দিয়েছেন। যাচাই বাছাই শেষে উভয়ের মনোনয়ন বৈধতা পেয়েছে।

স্বামী-স্ত্রী মেয়র পদে নির্বাচনে অংশ নেওয়ায় ভোটারদের মাঝে নানা কৌতূহল দেখা দিয়েছে। বিভিন্নস্থানে চলছে জল্পনা কল্পনা।
আগামীকাল (১০ জানুয়ারি) মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। কালই জানা যাবে, স্বামী-স্ত্রীর মধ্যে কে থাকছেন পৌরসভার মেয়র পদে নির্বাচনে। আর কে প্রত্যাহার করবেন মনোনয়ন। নাকি একই পদে দুজনই লড়বেন।

আগামী ৩০ জানুয়ারি সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

কলারোয়া পৌরসভার সাবেক মেয়র আক্তারুল ইসলামের স্ত্রী নাসরিন সুলতানা জানান, মামলা থাকায় স্বামীর প্রার্থিতা বাতিল হতে পারে এজন্য মনোনয়ন জমা দিয়েছিলাম। তবে উভয়ের প্রার্থিতা বৈধ হয়েছে। আমার নির্বাচন করার ইচ্ছা নেই। তবুও শেষ পর্যন্ত মাঠে থাকবো।

 

 

আপনার মন্তব্য

আলোচিত