সিলেটটুডে ডেস্ক

১০ নভেম্বর, ২০১৫ ১৯:২১

কাউন্সিলর প্রার্থী ‘আবেদ চোর’

কথায় আছে চোরের মায়ের বড় গলা। কিন্তু চোরের স্বীকারোক্তি দিয়ে নির্বাচনে দাঁড়াবার কথা কোন কালেই কেউ ভাবতে পারেনি। এবার সেরকমই এক বিচিত্র ঘটনা ঘটল আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে। নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় ৬ নম্বর ওয়ার্ডে এক আত্মস্বীকৃত চোর নির্বাচনে প্রার্থী হবার ঘোষণা দিয়ে রীতিমত রঙিন পোষ্টার লাগিয়ে বেড়াচ্ছেন।

আত্মস্বীকৃত চোরের নাম মোঃ আবেদ জলঢাকা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে পোস্টার লাগিয়ে বেড়াচ্ছেন। একই সাথে ভোটারদের দোয়াও কামনা করছেন। 'আবেদ চোর' নামের এই ব্যক্তির পোস্টার ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে গোটা জলঢাকায়। সাধু ও চলতি ভাষার মিশ্রণে এই পোস্টারের একদম ওপরেই লিখেছেন 'রাজনীতি যার যার অধিকার সবার' এরপর পোস্টারে লিখেছেন-  

"আসন্ন পৌর নির্বাচনে কাউন্সিলর পদের জন্য কৃষক শ্রমিক জনতার সহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি ও ভোট চাই। ভোট না দিলে আপনাদের বাড়ি চুরি হইল আমাকে দায়ি করিতে পারিবেন না।  আমি মোঃ. আবেদ চোর, জলঢাকা পৌরসভা বাসীকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। প্রচারে ৬ নম্বর ওয়ার্ডবাসী।'

আবেদ নিজের চোর পেশাকে আড়াল না করে হাস্যমুখে সবার সাথে কথা বলছেন এবং নির্বাচনে হেরে গেলে তিনি ফের চুরি করবেন এমন ইঙ্গিত দিয়ে তাকে ভালো পথে ফিরিয়ে আনার আহ্বান জানাচ্ছেন। সাংবাদিকরা তাঁর সাথে কথা বলতে গেলে হাসিমুখে ছবিও তুলছেন। তাঁর এই পোস্টার জলঢাকায় তুমুল আলোচিত।

আপনার মন্তব্য

আলোচিত