সিলেটটুডে ডেস্ক

১২ নভেম্বর, ২০১৫ ১৯:১৯

ভারত থেকে রাতেই দেশে আনা হচ্ছে নূর হোসেনকে

বন্দি বিনিময়ের চুক্তি অনুসরণ করে নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে আজ বৃহস্পতিবার রাতেই ভারত থেকে দেশে ফেরত আনা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

জানা গেছে কলকাতার কারাগার থেকে নূর হোসেনকে নিয়ে রওয়ানা দিয়েছে ভারতীয় গোয়েন্দারা, তারা এখন পেট্টাপোল সীমান্তের কাছাকাছি। সীমান্ত থেকে তাকে ভারতীয় বাহিনীর কাছ থেকে গ্রহণ করে আজ রাতের যেকোন সময় নূর হোসেনকে নিয়ে ঢাকা পৌঁছাবে বাংলাদেশ পুলিশের একটি দল।

এর আগে গত ১৫ অক্টোবের ভারতের আদালত নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের মুখ্য বিচারিক হাকিমের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

সেসময় ভারতের কর্মকর্তারা জানিয়ছিলেন, দ্রুততম সময়ের মধ্যে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে।

নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে ২০১৪ সালের ২৭ এপ্রিল অপহরণ করে হত্যা করা হয়। ওই ঘটনায় করা দুটি মামলার প্রধান আসামি কাউন্সিলর নূর হোসেন ঘটনার পরপরই ভারতে পালিয়ে যান। এরপর কলকাতা শহরের অদূরে বাগুইহাটি নামের একটি আবাসনে আশ্রয় নেন। সেখান থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

এরপর অবৈধভাবে ভারতে অবস্থানের অভিযোগে নূর হোসেনের বিরুদ্ধে মামলা হয়।

আপনার মন্তব্য

আলোচিত