সিলেটটুডে ডেস্ক

২৮ জানুয়ারি, ২০১৬ ১৩:৩০

ঘণ্টায় ৬০ হাজার যাত্রী নিয়ে ছুটবে ২৪ জোড়া মেট্রোরেল (ভিডিও)

প্রায় ২২ হাজার কোটি টাকা ব্যয়ে রাজধানী ঢাকার বুকে বাস্তবায়ন হতে যাওয়া মেট্রোরেল ঘণ্টায় ৬০ হাজার যাত্রী নিয়ে রাজধানী ১৬টি স্টেশন অতিক্রম করবে মাত্র ৪০ মিনিটে।

পুরো প্রকল্পটি বাস্তবায়ন হবে ২০২৪ সালে।  ঢাকার মেট্রোরেল কেমন হবে তা জানাতে এই এনিমেটেড ভিডিওটি তৈরি করেছে ডিএমআরটিডিপি। এতে দেখা যায় সাড়ে তিন মিনিট পরপর ১৮০০ যাত্রী নিয়ে ঢাকার বুকে ছুটছে মেট্রোরেল।

ই মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে কাজ শুরু হয়েছে এরই মধ্যে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে মেট্রোরেলের পথ নেওয়ায় কিছু সংখ্যক শিক্ষার্থী আন্দোলনে নামলেও ‘ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (ডিএমআরটিডিপি)’ কর্তৃপক্ষ বলেছে, নিরাপত্তা ও সুরক্ষার সব ব্যবস্থাই তারা নিয়েছে।

রাজধানীর রাস্তার মাঝ বরাবর উপর দিয়ে চলবে মেট্রোরেল। মেট্রোরেল স্টেশন হবে প্রায় দোতলা সমান উঁচু। বিনা টিকেটে কেউ ভ্রমণ করলে গুণতে হবে জরিমানা।

১৬টি স্টেশন থাকবে উত্তরা (উত্তর), উত্তরা (সেন্টার), উত্তরা (দক্ষিণ), পল্লবী,মিরপুর-১১, মিরপুর-১০ নম্বর, কাজীপাড়া, শ্যাওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি. ফার্মগেট, কারওয়ানবাজার, শাহবাগ, টিএসসি, প্রেসক্লাব ও মতিঝিল। পুরো পথ যেতে ৪০ মিনিটেরও কম সময় লাগবে।

ভিডিও :

আপনার মন্তব্য

আলোচিত