নিউজ ডেস্ক

২৯ জানুয়ারি, ২০১৬ ১০:৩৩

চীনা ভাষায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের চীনা সংস্করণের মোড়ক উন্মোচন করেছেন।

চীনা ভাষায় এটি অনুবাদ করেছেন বাংলাদেশে চীনের সাবেক রাষ্ট্রদূত চাই ঝি ও তার বন্ধুরা।

এ গ্রন্থের একটি কপি চাই ঝি বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেন। প্রধানমন্ত্রীর অনুরোধে চাই ঝি এটি চীনা ভাষায় অনুবাদ করেন।

অনুষ্ঠানে সংস্কৃতি-বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানও বক্তৃতা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কারাগারে বসে বঙ্গবন্ধুর এ লেখা শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশের ইতিহাসের জন্যও একটি গুরুত্বপূর্ণ দলিল। তিনি ঔপনিবেশিক শাসকদের হাত থেকে বঙ্গবন্ধুর এ ডায়েরি রক্ষায় তার মা ফজিলাতুন্নেসা মুজিবের ভূমিকার কথা স্মরণ করেন।

তিনি বলেন, 'চীনের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ খুবই গুরুত্ব দিয়ে থাকে। আমরা এতদঞ্চলের দেশগুলোর মধ্যে শান্তিপূর্ণ আঞ্চলিক সহাবস্থান এবং এ অঞ্চলকে দারিদ্র্য মুক্ত করতে চাই।'

চীনের সাবেক রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে জানান, চীনা সংস্করণের গ্রন্থ বিক্রির সকল অর্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরকে প্রদান করা হবে।

বাংলাদেশে তার ১৫ বছর চাকরির কথা উল্লেখ করে চাই ঝি বলেন, তিনি ইতিমধ্যে বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন। বাংলাদেশ তার 'সেকেন্ড হোম'।

চাই ঝি ১৫ বছর ঢাকায় চীনা দূতাবাসে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এর মধ্যে তিনি ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ছিলেন। ছাত্র হিসেবে তিনি প্রথম বাংলাদেশ সফর করেন ১৯৭৬ সালে। 

আপনার মন্তব্য

আলোচিত