নিউজ ডেস্ক

২৯ জানুয়ারি, ২০১৬ ১৯:৫৩

নাচের আসরের টাকার ভাগাভাগির কোন্দলে ছাত্রলীগ নেতা খুন

নাচের আসরের টিকেট নিয়ে বিরোধে উখিয়া ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ শাহিন (২২) খুন হয়েছেন।

জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উখিয়া তাঁত ও বস্ত্র মেলায় চলা নাচের আসরে টিকেট ছাড়া প্রবেশ নিয়ে শাহিনের সঙ্গে সন্ত্রাসী জাহাঙ্গীরের কথা কাটাকাটি হয়।

এর জের ধরে রাত ১টার দিকে শাহিন বাড়ি ফেরার পথে জাহাঙ্গীর গ্রুপের কর্মীরা উখিয়া সদরে জামান হোটেলের সামনে তার পথ রোধ করে। তারা শাহিনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা শাহিনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পর শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিথুন জানান, মেলা দেখে বাড়ি ফেরার পথে এলাকার জাহাঙ্গীরের নেতৃত্বে একদল সন্ত্রাসী শাহিনকে ছুরিকাঘাত করলে তার মৃত্যু হয়।

তবে জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ বলেন, ছাত্রলীগের কোন্দলে তাঁর মৃত্যু হয়নি। হস্ত ও কুটির শিল্প মেলার জুয়া খেলার টাকার ভাগাভাগি নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, গভীর রাতে এক কলেজ ছাত্রের মৃত্যুর কথা তিনি শুনেছেন।

এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে কক্সবাজার মডেল থানা পুলিশ মানি দাশ নামের এক যুবককে আটক করেছে বলে খবর পাওয়া গেছে।

আপনার মন্তব্য

আলোচিত