সিলেটটুডে ডেস্ক

১৪ ফেব্রুয়ারি , ২০১৬ ২৩:৩৯

ডিআইজি হলেন মনিরুল ইসলাম সহ ১৮ জন

পুলিশের অতিরিক্ত ডিআইজি হওয়ার এক বছরেরও কম সময়ের মধ্যে পদোন্নতি পেয়ে ডিআইজি হয়েছেন মনিরুল ইসলাম।

তার সঙ্গে বিসিএস (পুলিশ) ক্যাডারের আরও ১৭ জন কর্মকর্তাকে উপ মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দেয়া হয়েছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১ এর উপসচিব সুরাইয়া পারভীন শৈলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল দীর্ঘদিন মহানগর পুলিশের পক্ষে গণমাধ্যমে কথা বলে আসছেন।

গত বছর ৭ এপ্রিল মনিরুলসহ পুলিশ সুপার পদমর্যাদার ১৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত ডিআইজি করা হয়।  

পদোন্নতিপ্রাপ্তরা হলেন- পুলিশ সদর দফতরের ডিআইজি(চলতি দায়িত্ব) লুৎফর রহমান মন্ডল, ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহীম ফাতেমী, রেলওয়ে রেঞ্জের ডিআইজি(চলতি দায়িত্ব এস এম রুহুল আমিন, হাইওয়ে পুলিশের ডিআইজি মল্লিক ফখরুল ইসলাম, সিলেট রেঞ্জের ডিআইজি(চলতি দায়িত্ব) মিজানুর রহমান, সিলেট রেঞ্জের কমিশনার (চলতি দায়িত্ব) কামরুল আহসান, এসবি’র অতিরিক্ত ডিআইজি মাজহারুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি (চলতি দায়িত্ব)খন্দকার গোলাম ফারুক,ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার   দিদার আহম্মদ, ডিএমপি’র জয়েন্ট পুলিশ কমিশনার জামিল আহমদ, পুলিশ সদর দপ্তরে ডিআইজি (চলতি দায়িত্ব) আতিকুল ইসলাম, পুলিশ সদর দফতরে অতিরিক্ত ডিআইজি এম খুরশীদ হোসেন, সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম শহিদুর রহমান, অতিরিক্ত ডিআইজি   আবদুল্লাহ আল মাহমুদ, ডিএমপি’র অতিরিক্ত ডিআইজি,ঢাকা রেঞ্জ এর   শফিকুল ইসলাম, সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বনজ কুমার মজুমদার, পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি গোলাম কিবরিয়া ও ডিএমপি’র জয়েন্ট পুলিশ কমিশনার  মনিরুল ইসলাম।

আপনার মন্তব্য

আলোচিত