সিলেটটুডে ডেস্ক

১৭ ফেব্রুয়ারি , ২০১৬ ১৭:১৪

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে দুদকের জিজ্ঞাসাবাদ

ইসলামী ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক এন আর এম বোরহান উদ্দিন জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

ডিএমডি নিয়োগে অনিয়ম ও অডিট আপত্তি নিষ্পত্তিতে প্রভাব খাটানোসহ একাধিক দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে জিজ্ঞাসাবাদ করা হয়।

বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. সামছুল আলম।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

দুদকে আসা অভিযোগ সূত্রে জানা যায়, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক এন আর এম বোরহান উদ্দিন। তিনি ক্ষমতার অপব্যবহার করে তথ্য গোপনের মাধ্যমে ডিএমডি নিয়োগে সহায়তা করেছেন।

এছাড়া ব্যাংকের বিভিন্ন অডিট আপত্তি নিষ্পত্তিতে পক্ষপাতিত্ব ও প্রভাব খাটিয়ে অসৎ উদ্দেশ্য হাসিল করেছেন তিনি।

দুদক সূত্র জানায়, দুদকে আসা এরকম ৭৩ পাতার অভিযোগ যাচাই-বাছাই শেষে চলতি মাসে বিষয়গুলো সম্পর্কে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। 

আপনার মন্তব্য

আলোচিত