সিলেটটুডে ডেস্ক

২৮ জুলাই, ২০১৬ ১৫:২৯

পুলিশি বাধায় রামপাল বিদ্যুৎকেন্দ্র বিরোধী কর্মসূচি পণ্ড

সুন্দরবনের প্রাণ ও প্রকৃতি রক্ষার স্বার্থে বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবিতে তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পুলিশি বাধায়  পণ্ড হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাওয়ার পথে শেরাটন হোটেলের সামনে যাওয়ার পরই  আন্দোলনকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়। এসময় ব্যারিকেড ডিঙ্গিয়ে আন্দোলনকারীরা যেতে চাইলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া চলে।

এর আগে ‘গণপদযাত্রা’ শুরুর আগে রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবি জানান কমিটির নেতারা। যেকোনো মূল্যে সুন্দরবনবিনাশী ওই প্রকল্প বাতিলের হুঁশিয়ারি দেন তারা।

সংক্ষিপ্ত সমাবেশে তেল-গ্যাস রক্ষা কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ বলেন, তারা (সরকার) জনগণের স্বার্থের বিরুদ্ধে এ চুক্তি করছে। দেশের সম্পদ বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। তাই দলমত নির্বিশেষে আমাদের সবাইকে এর প্রতিরোধ গড়ে তুলতে হবে।

কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকী, শ্রমিক নেত্রী মোশাররেফা মিশু প্রমুখ।

 

আপনার মন্তব্য

আলোচিত