সিলেটটুডে ডেস্ক

২৮ জুলাই, ২০১৬ ১৬:৪০

জঙ্গিদের মেরে ফেলতে হবে, বাঁচিয়ে লাভ কী : প্রশ্ন ইনুর

বাংলাদেশ ‘বিপদের মুখে’ মন্তব্য করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রশ্ন রেখেছেন, ‘জঙ্গিদের বাঁচিয়ে রেখে লাভ কী?’

জঙ্গিদের বাঁচাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তার দলের নেতারা সন্দেহের বেলুন ওড়াচ্ছেন বলেও মন্তব্য করেছেন তিনি।

ইনু বলেছেন, ‘জঙ্গিদের তাণ্ডবে কঠিন দুর্দিনের মধ্যে আছি। বাংলাদেশ কঠিন বিপদের মধ্যে আছে। একটাই কথা, শত্রুদের মেরে ফেলতে হবে, তাদের বাঁচিয়ে লাভ কী?’

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের আয়োজনে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সভায় সভাপতির বক্তব্যে তিনি ওই মন্তব্য করেন।

বিএনপিকে জঙ্গিদের দোসর উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘তারা দেশে অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে। তাদের হাতে সাম্প্রদায়িক বিষের বাঁশি। জঙ্গিযুদ্ধে জিততে হলে তাদের দোসর, জঙ্গি উৎপাদনের কারখানা খালেদা জিয়া ও বিএনপিকে ধ্বংস করতে হবে।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া এবং তার দল বিএনপিকে জঙ্গি, জামায়াত ও যুদ্ধাপরাধীদের কথা জিজ্ঞাসা করলেই তারা বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছে। এর জন্য জঙ্গিদের মা খালেদা জিয়া সম্পর্কে আগে পরিষ্কার হতে হবে।’

‘জঙ্গি, জামায়াত এবং যুদ্ধাপরাধীদের সাথে সম্পর্ক রাখার কারণে বিএনপি ও খালেদা জিয়ার নাম ঐক্যের খাতা থেকে কাটা পড়েছে। এখন আর কোনো মিটমাটের জায়গা নেই, একাত্তরের মতো তাদের ধ্বংস করে দিতে হবে।’

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদ, সংগঠক ইসমত কবীর গামা প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত