সিলেটটুডে ডেস্ক

০২ জানুয়ারি, ২০১৭ ১৭:৩৫

এমপি লিটনের দাফন সম্পন্ন

গাইবান্ধা-১ আসনের (সুন্দরগঞ্জ) সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটনের দাফন সম্পন্ন হয়েছে।

এ সাংসদকে তার পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা আব্দুল হক কলেজ মাঠে সোমবার (২ জানুয়ারি) বাদ আসর জানাজা শেষে লাশ দাফন করা হয়।

মোল্লাপাড়া জামে মসজিদের খতিব মাওলানা আকতারুজ্জামান জানাজা পড়ান। জানাজায় আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ কয়েক হাজার মানুষ অংশ নেন।

সুন্দরগঞ্জসহ জেলার প্রশাসনিক ব্যক্তিরাও জানাজায় অংশ নেন। এ সময় মরহুমের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাহাবাজ গ্রামের নিজ বাড়িতে ঢুকে শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টায় এমপি লিটনকে গুলি করে দুর্বৃত্তরা। সন্ধ্যা ৭টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রোববার দুপুর পৌনে ১টার দিকে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ  মাঠে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি মনজুরুল ইসলাম লিটনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে রোববার (১ জানুয়ারি) বিকেলে হেলিকপ্টারে করে লিটনের মরদেহ ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়। সেখানে মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয় এবং সোমবার সকাল ১০টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা শেষে এমপি লিটনের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়।

আপনার মন্তব্য

আলোচিত