সিলেটটুডে ডেস্ক

০৪ জানুয়ারি, ২০১৭ ১৬:৩৪

গুলশান হামলা মামলা : হাসনাত করিমের জামিন নাকচ

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় চালানো সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ের করা মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমের জামিন নাকচ করেছেন আদালত।

ঢাকার মহানগর হাকিমের আদালতে বুধবার (৪ জানুয়ারি) হাসনাত করিমের পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী। আবেদনটির শুনানি শেষে আদালতের বিচারক সত্যব্রত শিকদার জামিন নাকচের আদেশ দেন।

আদালতের জিআরও ফরিদ মিয়া সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ও ব্রিটেনের দ্বৈত নাগরিক হাসনাত করিম গুলশান হামলার ঘটনার আগে দেশে এসে বাবার প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রাজধানীর গুলশান এলাকা থেকে গত বছরের ৩ আগস্ট সন্ধ্যায় হাসনাত করিমকে ৫৪ ধারায় আটক করে পুলিশ।

উল্লেখ্য, গত বছরের ১ জুলাই রাত পৌনে ৯টায় গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় অস্ত্রধারী সন্ত্রাসীরা হামলা চালিয়ে দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করে। এ সময় অভিযান চালাতে গিয়ে জঙ্গিদের গ্রেনেড হামলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান নিহত হন। সেই রাতের বিভিন্ন সময় তিন বাংলাদেশিসহ ২০ জন জিম্মিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে জঙ্গিরা। পরের দিন সকালে যৌথবাহিনী কমান্ডো অভিযান চালায়। এতে পাঁচ হামলাকারী নিহত এবং একজন গ্রেপ্তার হয়। জীবিত উদ্ধার করা হয় ১৩ জিম্মিকে।

আপনার মন্তব্য

আলোচিত