সিলেটটুডে ডেস্ক

০১ জুন, ২০১৭ ১৯:০৮

করমুক্ত আয়ের সীমা অপরিবর্তিত

করমুক্ত আয়ের সীমা বিগত বছরের মতো ২ লাখ ৫০ হাজার টাকায় স্থিতিশীল থাকছে বলে বাজেট বক্তৃতায় জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেকে ‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ: সময় এখন আমাদের’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বাজেটে ব্যাক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়ের সীমা ধরা হয়েছে আড়াই লাখ টাকা যা বর্তমানে সমপরিমাণই আছে।

এছাড়াও নারী ও ৬৫–ঊর্ধ্ব করদাতাদের করমুক্ত আয়ের সীমা ৩ লাখ টাকা। এছাড়া অঞ্চলভিত্তিক ন্যূনতম করের হার ৫ হাজার, ৪ হাজার ও ৩ হাজার টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত