সিলেটটুডে ডেস্ক

০৪ জুন, ২০১৭ ১৬:২৪

খুশি কবিরের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’ করার মামলা খারিজ

গণজাগরণ মঞ্চের মিছিল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে 'কটূক্তি' করে স্লোগান দেওয়ার অভিযোগে মানবাধিকার কর্মী খুশি কবিরের বিরুদ্ধে করা মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত।

রোববার (৪ জুন) ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামান মামলার আরজিতে আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়ায় তা খারিজ করে দেন।

এর আগে এদিন বেলা ১১টায় রাজধানীর চকবাজার থানা এলাকার ব্যবসায়ী হাজি বাদল বাদী হয়ে ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামানের আদালতে মামলাটি করেন।

এজাহারে বাদী বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি নিজের মা হিসেবে শ্রদ্ধা করেন। প্রধানমন্ত্রীর নামে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ায় তিনি অত্যন্ত মর্মাহত হয়েছেন।"

গত ২৮ মে সন্ধ্যায় ভাস্কর্য সরানোর প্রতিবাদে ইমরান এইচ সরকারের নেতৃত্বে বের হওয়া গণজাগরণ মঞ্চের একটি মিছিল থেকে প্রধানমন্ত্রীকে 'কটূক্তি' করে স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এই অভিযোগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের বিরুদ্ধে ঢাকা ও গাজীপুরে দুটি মামলাও হয়।

আপনার মন্তব্য

আলোচিত