সিলেটটুডে ডেস্ক

১৯ জুন, ২০১৭ ০১:০৬

মাটির ঝুড়ি মাথায় রাস্তা মেরামতে হাছান মাহমুদ

কোদাল দিয়ে মাটি কেটে সেই মাটির ঝুড়ি মাথায় নিয়ে নেতাকর্মীদের সাথে রাস্তা মেরামতে নামলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সাংসদ সাবেক পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ।
 
রাঙ্গুনিয়া উপজেলার পৌর এলাকায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ রাস্তা ও ধসে যাওয়া অবকাঠামো মেরামতে হাছান মাহমুদ স্বেচ্ছাশ্রমের এই কার্যক্রম উদ্বোধন করেন।
 
রোববার বিকালে রাঙ্গুনিয়া পৌরসভার ৫নং ওয়াডের্র লক্ষীর খিল গুচ্ছ গ্রামের সড়ক মেরামতের মাধ্যমে এই কাজের উদ্বোধন হয়।
 
উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের হাছান মাহমুদ বলেন, আমার এলাকায় পাহাড় ধসে ২৭ জনের মৃত্যু হয়েছে। ৮টি ইউনিয়নের ৪৯ টি রাস্তা ক্ষতিগ্রস্থ হয়েছে। সরকারিভাবে এসব রাস্তা মেরামতের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকমীর্রাও এই মেরামত কাজে যুক্ত থাকবে।
 
তিনি বলেন, সরকারের পক্ষে তাৎক্ষণিকভাবে সব কিছু মেরামত করা সম্ভব নয়। তাই আওয়ামী লীগের নেতাকর্মীরা দ্রুততার সাথে স্বেচ্ছাশ্রমে কাজ শুরু করায় সাধারণ মানুষ দুর্ভোগ থেকে মুক্তি পাবে।মাটির ঝুড়ি মাথায় রাস্তা মেরামতে সাবেক মন্ত্রী হাছান
মটির ঝুড়ি টানার পর সাংবাদিকদের সাথে কথা বলেন হাছান মাহমুদ- সমকাল
 
মন্ত্রী হাছান মাহমুদ বলেন, রোববার থেকে রাঙ্গুনিয়ার প্রতিটি ক্ষতিগ্রস্থ রাস্তা মেরামতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ আমাদের সকল অঙ্গসংগঠনের নেতাকমীর্রা কাজ করবে।
 
হাছান মাহমুদের সাথে স্বেচ্ছাশ্রমের কাজে আরও অংশ নেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান শিকদার, রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান মো. আলী শাহ, কাউন্সিলর মো: সেলিম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: ইউনুছ, সরফভাটা ইউপি চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ ফরিদ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাছির উদ্দিন রিয়াজ, পৌর কৃষকলীগ সাধারণ সম্পাদক এনামুল হক, ছাত্রলীগ নেতা ওয়ায়েস কাদের, শিমুল দাশ গুপ্ত প্রমুখ। 

আপনার মন্তব্য

আলোচিত