সিলেটটুডে ডেস্ক

২২ জুন, ২০১৭ ১৪:০১

ফের বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ

ঠাকুরগাঁওয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে লতিফুল ইসলাম (২৫) নামের এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। পরে তাঁকে নিয়ে গেছে ভারতীয় বাহিনী।

বৃহস্পতিবার (২২ জুন) ভোর ৪টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

লতিফুল বালিয়াডাঙ্গী উপজেলার ধোলাই বস্তি গ্রামের আলিম উদ্দিনের ছেলে। তাঁকে ভারতের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ঠাকুরগাঁও-৩০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল বাশার জানান, ওই ব্যক্তি সীমান্তের ৩৮২ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এ সময় বিএসএফ তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

পরে লতিফুলকে আহত অবস্থায় বিএসএফরা ভারতের ইসলামপুর হাসপাতালে ভর্তি করেন বলে জানান বিজিবি অধিনায়ক। তিনি আরো বলেন, এ ব্যাপারে পতাকা বৈঠকের জন্য বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে। তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে।

আপনার মন্তব্য

আলোচিত