সিলেটটুডে ডেস্ক

২২ জুন, ২০১৭ ২০:৩৭

‘অর্থনীতির প্রশংসাও করবেন আবার অর্থমন্ত্রীকে ব্যর্থ বলবেন, এটা হয় না’

গত ১ জুন বাজেট পেশের পর থেকেই কয়েকটি ইস্যুতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল ‍মুহিতের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা সমালোচনায় মুখর থাকলেও গত দুইদিনে এই চিত্র পাল্টে গেছে। বুধবার বাণিজ্যমন্ত্রী ও প্রবীণ রাজনৈতিক তোফায়েল আহমেদ অর্থমন্ত্রীর বিরুদ্ধে সংসদ সদস্যদের গত কয়েকদিনের সমালোচনার জবাব দেন। এরপর আরও একাধিক সদস্য ওইদিন অর্থমন্ত্রীর পক্ষে অবস্থান নিয়ে কথা বলেন। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সিনিয়র সংসদ সদস্য সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু অর্থমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন। তারা গত কয়েকদিনে অর্থমন্ত্রীর বিরুদ্ধে সংসদে মন্ত্রী এমপিদের বক্তব্যের কড়া ভাষায় জবাব দিয়েছেন।

 বৃহস্পতিবার বাজেটের ওপর সাধারণ আলোচনায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘ভ্যাট নিয়ে অনেক কথা বার্তা হচ্ছে। এই সংসদে ২০১২ সালে সর্বসম্মতিক্রমে সংসদে পাস হয়। তখন কেউ কোনও আপত্তি করেননি। ব্যক্তিগতভাবে অর্থমন্ত্রীর প্রতি এখানে কটাক্ষ করে অনেকে বক্তব্য দিয়েছেন। এটা অনভিপ্রেত।’

তিনি আরও বলেন, ‘একটা বাজেট পেশ করা হয়েছে। বাজেটের ভেতর ভালো-খারাপ থাকতে পারে। সেটা নিয়ে আলোচনার সুযোগ আছে। সেই আলোচনা আমরা করছি। প্রধানমন্ত্রী আগামী ৩০ তারিখ নির্দেশনা দেবেন। কিন্তু এজন্য অপেক্ষা না করে যারা সমালোচনার নামে কটাক্ষ-কটুক্তিপূর্ণ মন্তব্য করছেন এটা ঠিক নয়, দুঃখজনক।’

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বাজেট আলোচনায় বলেন, ‘বাজেট নিয়ে অনেক কথা, আলোচনা ও সমালোচনা হচ্ছে। সংসদ সদস্য হিসেবে, মন্ত্রী হিসেবে একজন নাগরিক হিসেবে এগুলো পড়ছি ও শুনছি। ১৫ শতাংশ ভ্যাট, আমানতের ওপর আবগারি শুল্ক, সঞ্চয়পত্রে সুদ হার নিয়ে সব কথা হচ্ছে। সবাই অর্থমন্ত্রীর দিকে তীর ছুঁড়ছেন, তাকে দোষারোপ করছেন। মনে রাখতে হবে অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশাল বাজেট উপস্থাপন করেছেন।’

তিনি আরও বলেন, ‘ভ্যাট আইন, আবগারি শুল্ক, সঞ্চয়পত্রের সুদের হার এই তিনটি বিষয় নিয়ে বাজেট নয়। আরও বিষয় আছে। যা গুরুত্বপূর্ণ। অন্য বিষয় নিয়ে আমরা আলোচনা করছি না। ভ্যাট, সুদ হার ও আবগারি এই তিন বিষয়ের এদিক ওদিকে হিসাব করে বাজেট মাপবেন না। এক মুখে অর্থনীতির প্রশংসা আর একদিকে ব্যর্থ অর্থমন্ত্রী বলবেন এটা হয় না।’

বাজেটে আলোচনায় আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল মতিন খসরু বলেন, ‘অর্থমন্ত্রীর মতো একজন ব্যক্তিকে নিয়ে আমরা গৌরব বোধ করি। তাকে নিয়ে যেভাবে কথা বলা হয়েছে তাতে জাতি বিব্রত হয়েছে। আমিও বিব্রত হয়েছি। তিনি সিনিয়র ম্যান। সংসদে এভাবে কথা বলা উচিত না। তাহলে জাতি আমাদের কাছ থেকে কী শিখবে?’

আপনার মন্তব্য

আলোচিত