সিলেটটুডে ডেস্ক

২৪ জুন, ২০১৭ ০২:৫৩

ট্রেনে ঈদযাত্রায় সন্তুষ্ট যাত্রীরা : রেলমন্ত্রী

রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেছেন, সব ট্রেন সঠিক সময়ে যাত্রা করেছে। ছোটখাটো দুই-একটা ঘটনা ছাড়া ঈদযাত্রায় কোনো সমস্যা হয়নি। সবার সহযোগিতায় এটা সম্ভব হয়েছে।

শুক্রবার (২৩ জুন) দুপুরে ঢাকার কমলাপুর স্টেশনের ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, বিভিন্ন রুটের ট্রেনের যাত্রীদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন, সঠিক সময়ে ট্রেনে যেতে পারছেন। এজন্য (তারা) সন্তোষ প্রকাশ করেছেন।

এর আগে রেলপথমন্ত্রী কমলাপুর স্টেশনে এসে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি পরিদর্শন করেন, যাত্রীদের সঙ্গে কথা বলেন, তাদের ঈদযাত্রার খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে রেলপথ মুজিবুল হক বলেন, এবারের ঈদযাত্রায় নিয়মিতভাবে সঠিক সময়ে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে কমলাপুর স্টেশন থেকে। ৩টা পর্যন্ত কমলাপুর থেকে ২৭টি ট্রেন ছেড়ে গেছে, সকালে শুধু রংপুর এক্সপ্রেস ট্রেনটি যান্ত্রিক গোলযোগে একটু দেরি হয়। এ ছাড়া সব ট্রেনই ছেড়ে গেছে সময় মতো।

তিনি বলেন, এ বছর সঠিক সময়ে যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছে দিতে পারছি। যাত্রীসেবায় রেল মন্ত্রণালয় এবার শতভাগ সফল। যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে এবারে স্পেশাল ট্রেনসহ অতিরিক্ত কোচ করেছি, যাতে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে বাড়ি পৌঁছতে পারে। সঠিক সময়ে সবার দায়িত্ব যথাযথ পালন করার ফলে এটা সম্ভব হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত