নিজস্ব প্রতিবেদক

২৪ জুন, ২০১৭ ১৮:৩২

রোববার চাঁদ দেখা গেলে সোমবার ঈদ

রোববার চাঁদ দেখা গেলে সোমবার বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর।

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সারাদেশে মুসলমানরা উদযাপন করবে বৃহত্তম এ ধর্মীয় উৎসব।

রমজানের পুরো এক মাস রোজা পালন করে এখন জামাতে ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি গ্রহণ করছে ধর্মপ্রাণ মুসল্লিরা।

সিলেটসহ সারাদেশে ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে ঈদ জামাতের প্রস্তুতি।

প্রতি বছরের ন্যায় এবারও সিলেটের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে। সকাল ৯টায় অনুষ্ঠিত হবে এই জামাত। ঈদের প্রধান জামাত উপলক্ষে ঈদগাহের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে মাঠের প্রয়োজনীয় সংস্কার, পরিচ্ছন্নতা ও সাজ-সজ্জার কাজ সম্পন্ন হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত