সিলেটটুডে ডেস্ক

০৫ আগস্ট, ২০১৭ ০৯:৫৫

অপারেশন কক্ষে মুক্তামনি

বিরল রোগে আক্রান্ত মুক্তামনিকে শনিবার (৫ আগস্ট) সকাল ৮টার দিকে অস্ত্রপচারের জন্য অপারেশন থিয়েটারে (ওটি) নেওয়া হয়েছে। এসময় বাইয়ে দাঁড়িয়ে ছিল তার পরিবারের লোকজন ও সাংবাদিকরা। ওটিতে যাওয়ার সময় তেমন কিছুই বলেনি মুক্তামনি, শুধু বলে, ‘আমার জন্য দোয়া করবেন সবাই।’

মুক্তামনিকে ওটিতে নেওয়ার কিছুক্ষণ পরই চিকিৎসকরা যান। অপারেশন করতে কত সময় লাগবে তা জানা যায়নি। অপারেশন এখনও শুরু হয়নি বলে জানা যায়। ১০টা নাগাদ শুরু হতে পারে বলে জানা গেছে।

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্লাস্টিক সার্জন ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের অ্যানেসথেশিয়া বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এই অপারেশনে অংশ নেবেন। বিশেষজ্ঞ টিমে আছেন বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন, বার্ন ইউনিটের বর্তমান পরিচালক আবুল কালাম আজাদসহ এই বিভাগের বিশেষজ্ঞরা চিকিৎসকরা।

অপারেশন করতে কত সময় লাগতে পারে এ প্রশ্নের জবাবে ডা. তানভীর আহমেদ বলেন, ‘আমরা এখনও বুঝতে পারছি না।’ আজ কি করবেন-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উইথ দ্যা সেফটি লিমিট আমরা আমাদের কাজ চালিয়ে যাবো। বিষয়টি একেবারে আনেপ্রেডিকটেবল আমাদের জন্য। ওর হাতের বাড়তি মাংসপিণ্ড যতটুকু পারবো বায়াপসির জন্য নেবো।’

আপনার মন্তব্য

আলোচিত