সিলেটটুডে ডেস্ক

২৭ ডিসেম্বর, ২০১৭ ১৩:৫৪

হারানো জাতীয় পরিচয়পত্র তুলতে লাগবে না জিডি

জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে এখন থেকে থানায় জিডি করা লাগবে না। নির্বাচন কমিশন (ইসি) বাধ্যতামূলক এই বিধানটি প্রত্যাহার করেছে।

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ও এনআইডির পরিচালক (অপারেশনস) আবদুল বাতেন জানান, হারানো জাতীয় পরিচয়পত্র ওঠাতে থানায় জিডি করা বাধ্যতামূলক। প্রাথমিক এই কাজটি করার বিষয়ে দেশের অনেক নাগরিক সচেতন নয়। তাই কার্ডটি হারানোর পর জিডি না করেই অনেকে সেটি ওঠাতে নির্বাচন কমিশনে ছুটে আসেন। তখন পরামর্শ দেওয়া হয় থানায় জিডি করে তার অনুলিপি আবেদনপত্রের সঙ্গে যুক্ত করার জন্য। এটিও গ্রাহকদের জন্য এক ধরনের ভোগান্তি।

সেই ভোগান্তি বিবেচনায় নিয়ে ওই বিধান তুলে নেয়া হলো বলে জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত