নিউজ ডেস্ক

২৭ মার্চ, ২০১৮ ১৬:৩৯

কেটে ফেলা হলো আহত কবিরের ডান পা

নেপালে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় আহত কবির হোসেনের ডান পা কেটে ফেলা হয়েছে।

মঙ্গলবার (২৭ মার্চ) বিকেলে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, সোমবার (২৬ মার্চ) রাতেই সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে কবির হোসেনের পায়ে অস্ত্রোপচার করা করেছে। আমরা কবির হোসেনের বিষয়ে এখানে থাকা অবস্থায় যে সিদ্ধান্ত নিয়েছিলাম, সে সিদ্ধান্তেই সিঙ্গাপুরের চিকিৎসকরা তার ডান পায়ের হাঁটুর পর থেকে বিচ্ছিন্ন করেছে। বাঁ পায়ের ব্যাপারেও সেখানকার চিকিৎসকরা পরবর্তীতে সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।

এর আগে বিমান দুর্ঘটনায় গুরুতর আহত কবির হোসেনকে রোববার রাত পৌনে একটার দিকে উন্নত চিকিৎসার জন্য পরিবারের সম্মতিক্রমে এবং ইউএস-বাংলার তত্ত্বাবধানে সিঙ্গাপুর  জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

প্রসঙ্গত, গত ১২ মার্চ নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলার বিমান বিধ্বস্ত হয়ে ৫১ জন মারা যান এর মধ্যে ২৬ জনই বাংলাদেশি। পরে সোমবার ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি শাহিন ব্যাপারী মারা যান। ফলে এ দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫২ জনে। বাংলাদেশি মৃতের সংখ্যা হল ২৭।

আপনার মন্তব্য

আলোচিত