সিলেটটুডে ডেস্ক

১০ মে, ২০১৮ ০০:২৪

৯ মে’র বজ্রপাতে ঝরলো ৩০ প্রাণ

বুধবার (৯ মে) সারাদেশে বিভিন্ন জেলায় বজ্রপাতে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে অর্ধশত। নিহতদের মধ্যে বেশিরভাগই ধানকাটা শ্রমিক এবং কৃষক। এছাড়া রয়েছে স্কুল শিক্ষার্থী।

নিহতরা হবিগঞ্জ, সিরাজগঞ্জ, তানোর (রাজশাহী), দৌলতপুর (মানিকগঞ্জ), জলঢাকা (নীলফামারী) ফুলছড়ি (গাইবান্ধা), কাপাসিয়া (গাজীপুর), সোনারগাঁওয়ের (নারায়নগঞ্জ), বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া), শ্রীনগর (মুন্সিগঞ্জ), সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, জামালপুর, সুনামগঞ্জ, এবং নিকলীর (কিশোরগঞ্জ) বাসিন্দা ছিলেন।

হবিগঞ্জে নিহত ৬: হবিগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে ৬ জন ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন।

নিহতরা হলেন, বানিয়াচংয়ের মাকালকান্দি হাওরে স্বপন দাশু (৩৫)। নূরপুর হাওরে জয়নাল উদ্দিন (৬০)। বৈলাকীপুর গ্রামের হাওরে নারায়ন পাল (৪০)। আমড়াখাই হাওরে আবু তালিব (২৫)। তেঘরিয়া হাওরে সফি মিয়া (৫৫) এবং  পিয়াইম হাওরে জোহর লাল সরকার (১৮)।
হবিগঞ্জে আহত হয়েছেন আরও ৬ জন।

তানোরে  (রাজশাহী) নিহত ৪: বুধবার রাজশাহীর তানোরে বজ্রপাতে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুইজন। নিহতরা হলেন, উপজেলার কৃষক আনসার আলী (৩০), সোহাগ আলী (১৬), আনন্দ সাহা (৩৫) এবং টিল শাহা (৩০)। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উপসহকারী প্রকৌশলী মো. এনামুল হক বলেছেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় নিহতদের প্রত্যেকের পরিবারকে নগদ ২০ হাজার করে টাকা ও ৩০ কেজি করে চাল সরকারীভাবে দেওয়া হবে। বুধবার নিহতদের পরিবারের সমস্যদের নগদ ১০ হাজার টাকা দেয়া হয়েছে। পরবর্তীতে বাকি টাকা ও চাল দেয়া হবে।

কাপাসিয়ায় (গাজীপুর) নিহত ২: কাপাসিয়ায় বুধবার বিকালে পৃথক স্থানে ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মমিনুর রহমান (৩৫) এবং মোতালিব (৪০)। এ সময় আরও একজন আহত হয়েছে।

কিশোরগঞ্জে নিহত ২:  নিকলী ও পাকুন্দিয়ায় দুইজন বজ্রপাতে নিহত হয়েছেন। নিকলীর ছাতিরচর হাওর থেকে বুধবার দুপুরে ধান আনার সময় বজ্রপাতে মারা গেছেন শাজালাল মিয়া (২৭) নামের এক ছাত্র। তিনি করিমগঞ্জ পলিটেকনিক্যাল কলেজের ছাত্র ছিলেন এবং ছাতিরচর গ্রামের মাইন উদ্দিন মিয়ার ছেলে। নিকলী থানার ওসি মো. নাছির উদ্দিন ভ‚ইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাকুন্দিয়ায় বজ্রপাতে নিহত হয়েছেন সুখিয়া ইউনিয়ন পরিষদের আশুতিয়া গ্রামে দিপালী রানী বর্মণ (৩৫)।

দৌলতপুরে (মানিকগঞ্জ) নিহত ২: বজ্রপাতে ছাত্র, কৃষকসহ দুইজন নিহত হয়েছে দৌলতপুরে।

দৌলতপুরে নিহতরা হলেন, ৬ষ্ঠ শ্রেণির ছাত্র আশরাফুল ইসলাম অন্তর (১১) এবং কৃষক ইয়াকুব আলী শেখ (৫০)। দৌলতপুরে এ বজ্রপাতের সময় আরও নয়জন ছাত্র গুরুতর আহত হয়েছে।

জলঢাকায় (নীলফামারী) নিহত ২ঃ নীলফামারীর জলঢাকায় বুধবার সকালে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, আছমা বেগম (৫০) ও নুর আমিন (৪৫)।

মুরাদনগরে (কুমিল্লা) নিহত ২: কুমিল্লার মুরাদনগরে বজ্রপাতে দুই কিশোর নিহত হয়েছে। নিহতরা হলেন, যাত্রাপুর পূর্বপাড়া গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে সেলিম মিয়া(১৮) এবং একই পাড়ার হামিদ মিয়ার ছেলে ইমন মিয়া (১৪)।

বিকেলে হঠাৎ বৃষ্ঠি শুরু হওয়ায় ইমন ও সেলিম দৌড়ে বাড়ি ফিরছিল। পথে মাঠের মধ্যেই বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে দুজন।

সিলেটে নিহত ১: সিলেটের গোয়াইনঘাটের তোয়াকুল ইউনিয়নের লাকি কামারগাঁওয়ে বুধবার বেলা ২টার দিকে বজ্রপাতে নুরুল হক (৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

ময়মনসিংহে নিহত ১: সদর উপজেলার চরনিলক্ষীয়া ইউনিয়নে আলাল উদ্দিন নামে এক ব্যক্তি মারা গেছেন। এছাড়া ভালুকা ও মুক্তাগাছা উপজেলায় আরো ১২ আহত হয়েছে। আহতদের নামপরিচয় জানা যায়নি।

গাইবান্ধায় নিহত ১: ফুলছড়ি উপজেলায় বজ্রপাতে মহর আলী (৩৫) নামের এক কৃষিশ্রমিক মারা গেছেন। উপজেলার পশ্চিম ছালুয়া গ্রামে বুধবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। মহর আলী চর কাবিলপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।

সিরাজগঞ্জে নিহত ১: কাজিপুরে বজ্রপাতে সমতুল্লাহ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের পানাগাড়ি চরে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলাম জানান, পানাগাড়ি চরে নিজের ক্ষেতে কাজ করছিলেন সমতুল্লাহ। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সোনারগাঁয়ে (নারায়ণগঞ্জ) নিহত ১: সোনারগাঁয়ে বজ্রপাতে কুলফি আক্তার (৮) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

নিহত কুলফি আক্তার ওই গ্রামের শাহ কামালের মেয়ে। সে স্থানীয় তিলাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত। বজ্রপাতের সময় সে বাড়ির পাশে একটি তেঁতুল গাছের নিচে খেলা করছিলো।

শ্রীনগরে (মুন্সিগঞ্জ) নিহত ১: মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে মো. কামাল হোসেন (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৯ মে) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত কামাল ঠাকুরাগও জেলার গাছিডাঙ্গা গ্রামের মো. আকবর আলীর ছেলে। হাসাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মেম্বর মো. আক্তার হোসেনের জমিতে কাজ করছিলেন তিনি।

বিজয়নগরে (ব্রাহ্মণবাড়িয়া) নিহত ১:  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বজ্রপাতে সাইফুল ইসলাম (৩৫) নামে পল্লী বিদ্যুতের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। এ সময় আজাদ মিয়া (৩৪) নামে আরেক লাইনম্যান গুরুতর আহত হয়েছেন। বুধবার (১০ মে) সন্ধ্যায় উপজেলার পওন ইউনিয়নের বড়পুকুরপাড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুলের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে।

কুমিল্লা: কুমিল্লায় বজ্রপাতের ঘটনায় সেলিম (১৭) ও ইমন (১৫) নামে ২ কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে জেলার মুরাদনগর উপজেলার যাত্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সেলিম যাত্রাপুর গ্রামের ফিরোজ মিয়ার পুত্র এবং ইমন একই গ্রামের আবদুল হামিদের পুত্র।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার বিকাল পৌনে ৩টার দিকে মুরাদনগরের যাত্রাপুর এলাকায় বৃষ্টির সময় জমি থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে  সেলিম ও ইমন মারা যায়।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের শাল্লা ও ধর্মপাশা উপজেলায় বজ্রাঘাতে আলমগীর হোসেন (২৫) ও কৃষক উজ্জল মিয়া (১৫) নামে ২ জন নিহত হয়েছেন। পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান বজ্রাঘাতে দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আলমগীর শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের কাশিপুর গ্রামের মুক্তমিয়ার ছেলে এবং  উজ্জল মিয়া (১৫) উপজেলার দূর্বাকান্দা গ্রামের রহিম উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১টার দিকে শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের মাচতুলী হাওর থেকে ট্রলি দিয়ে ধান নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে আলমগীর হোসেন ঘটনাস্থলেই নিহত হন।

অপরদিকে ধর্মপাশা উপজেলার কাইলনির হাওরে ধান কাটার সময় বজ্রাঘাতে উজ্জল মিয়াও (১৫) ঘটনাস্থলেই নিহত হন।

জামালপুর: জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় বজ্রপাতের ঘটনায় হাবিবুর রহমান (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৯ এপ্রিল) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মেম্বার জয়নুল আবেদীন জানান, সকালে হাবিবুর রহমান বৃষ্টির মধ্যে বাড়ির পাশে ধান ক্ষেত দেখতে যায়। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতরভাবে আহত হন। পরে পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার রাজিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় সানন্দবাড়ী এলাকায় তার মৃত্যু হয়।

এছাড়া মেলান্দহ উপজেলায় বজ্রপাতের ঘটনায় চারজন আহত হয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত