সিলেটটুডে ডেস্ক

১৬ নভেম্বর, ২০১৮ ১৬:৪৫

৫ দিনের রিমান্ডে নিপুণ রায়

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জড়িত অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ ও দলের নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীসহ ৭ জনকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত (সিএমএম) শুক্রবার এই আদেশ দেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ নিপুণ রায়কে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে।

নিপুণের আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, পুলিশের পক্ষ থেকে নিপুণের রিমান্ড চাওয়া হয়। তারা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুক্রবার দুপুরে মিন্টো রোডে গোয়েন্দা কার্যালয় থেকে তাকে ঢাকার সিএমএম কোর্টে পাঠানো হয়।

বৃহস্পতিবার রাত আটটার দিকে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে নিপুণ রায় এবং সংগীতশিল্পী ও বিএনপির নেত্রী বেবী নাজনীনকে আটক করে ডিবি পুলিশ। পরে বেবী নাজনীনকে ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়।

গত বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় তিনটি মামলা করা হয়। তিনটি মামলাতেই নিপুণ রায়কে আসামি করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত