সিলেটটুডে ডেস্ক

১৭ নভেম্বর, ২০১৮ ১৮:২৫

নির্বাচন বয়কট নয়, কেন্দ্র পাহারা দিতে হবে: ড. কামাল

জাতীয় সংসদ নির্বাচন বয়কট করা হবে না জানিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, 'ওরা যতই দশ নম্বরি করুক— আমরা সকলে ভোট দিতে যাবো। হাজার হাজার মানুষ ভোট দিতে যাবে। আগামী নির্বাচন ঘিরে দেশের সকল ভোটারকে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে।'

শনিবার (১৭ নভেম্বর) বিকেলে সুপ্রিম কোর্ট চত্বরে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট আয়োজিত আইনজীবীদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এবার নির্বাচনে তরুণ ভোটারের সংখ্যা প্রায় দুই কোটি— একথা উল্লেখ করে ড. কামাল হোসেন বলেন, 'এরাই দেশের মালিক। নির্বাচনকে ঘিরে গুণ্ডাপাণ্ডা থাকবে, তবু আমাদের এগিয়ে যেতে হবে। ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝাতে হবে।'

তিনি বলেন, 'মোটা অঙ্কের টাকা দিয়ে কেউ যাতে প্রার্থী হতে না পারে... সংঘবদ্ধ হয়ে তা প্রতিহত করতে হবে। জনগণকে বিশ্বাস করতে হবে— আমরাই সকল ক্ষমতার উৎস, আমরাই দেশের প্রকৃত মালিক।'

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করে ড. কামাল হোসেন বলেন, 'এতদিন পর একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে যাচ্ছে, সেখানে খালেদা জিয়াকে, একটি বড় দলের নেত্রীকে পরিত্যক্ত জেলে রাখা হয়েছে। তাকে মুক্তি দিতে হবে।'

আপনার মন্তব্য

আলোচিত